খোকসা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
খোকসা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ,আজ শনিবার ১৪ অক্টোবর বেলা ১১ ঘটিকার সময় খোকসা কালিবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সংসদ সদস্য,৭৮ কুষ্টিয়া–৪ ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বাবুল আক্তার সভাপতি খোকসা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ খোকসা কুষ্টিয়া। সভাপতিত্ব করেন শ্রী প্রতাপ আদিত্য সিংহ সভাপতি কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির কালীবাড়ি খোকসা কুষ্টিয়া, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, আরো উপস্থিত ছিলেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, আরো উপস্থিত ছিলেন অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস সাধারণ সম্পাদক খোকসা কালীবাড়ি পূজা উদযাপন কমিটি, এছাড়া খোকসা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুপ্রভাত মালাকার, আরো উপস্থিত ছিলেন মাধব শর্মা সাধারণ সম্পাদক, খোকসা পূজা উদযাপন পরিষদ, এবারে খোকসা উপজেলায় ৬৪ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।৬৪ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ব্যারিস্টার সেলিম আলতাব জজ তার বক্তব্য বলেন এদেশে ওশুরের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে তাই ওশুর বধ করার জন্য, আমরা সবাই মিলে দেবী দুর্গার সাথে অসুর বধ করব। এছাড়া বিশেষ অতিথি বাবুল আক্তার বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই মিলে দুর্গোৎসব পালন করব এখানে কেউ যদি বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।