খুলনার খালিশপুর এর ঐতিহ্যবাহী ঝিলপুকুর সংস্কারের কাজ শুরু করেছে প্রত্যাশা ফাউন্ডেশন।
খুলনা প্রতিনিধি কাজী রায়হান তানভীর (সৌরভ)
খুলনা জেলার খালিশপুর থানার ১২ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ঝিল পুকুর এ অঞ্চলের অধিকাংশ মানুষেরই শৈশব কৈশোর এর হাজারো স্মৃতি বিজড়িত আছে এই পুকুরে,
সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এই হাজারো মানুষের স্মৃতি বিজড়িত ঈদগাহ মাঠ সংলগ্ন ১২ নং ওয়ার্ডের পুকুর আজ মৃতপ্রায়,
পুকুরটি আয়তনে অনেক বড় হওয়ার কারণে যেকোনো ব্যক্তি বা সাধারণ মানুষের পক্ষে এ পুকুরটি সংরক্ষণ করে কচুরিপানা তুলে পুকুরটি সুন্দরভাবে সংরক্ষণ করা সম্ভব নয়, এই ঐতিহ্যবাহী পুকুরের দিকে নজর নেই স্থানীয় কাউন্সিলরের,
দায়িত্বের পদে থেকে দায়িত্বহীন মানুষের মতো কাজ করা মানুষদের জন্যই আজ খালিশপুরের এই ঐতিহ্যবাহী পুকুর মৃতপ্রায়,
খালিশপুরের অধিকাংশ মানুষের স্মৃতি বিজরিত এই পুকুর সংরক্ষণের কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রত্যাশা ফাউন্ডেশন নামে একটি প্রকল্প,
এ প্রকল্পের প্রতিষ্ঠাতা মোঃ জুবায়ের হোসেন,
তিনি বিশিষ্ট সমাজসেবক ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস,
তিনি প্রত্যাশা ফাউন্ডেশন এর মাধ্যমে সব সময় চেষ্টা করে আসছেন পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ,অসহায় সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া ও নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন।
খালিশপুরের ঐতিহ্যবাহী ঈদগা মাঠ সংলগ্ন এই ঝিলপুকুর সংস্কার ও সৌন্দর্য বর্ধন হওয়ায় এ অঞ্চলের মানুষ তাদের শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত মুহূর্তগুলোকে অনুভব করতে পারবে।,