কালিয়াকৈর কলেজের একাদশ শ্রেণীর এবং দ্বাদশ সম্মান শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত।
১৪ অক্টোবর সকাল ১০ ঘটিকায় কালিয়াকৈর কলেজ মাঠ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, এডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই কলেজ প্রাঙ্গনে নতুন জামা কাপড়ে সজ্জিত হয়ে,নবীন শিক্ষার্থীগন প্যান্ডেলস্থলে উপস্থিত হতে থাকে। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কলেজ প্রাংগন।
যথা সময়েই মন্ত্রী মহোদয় অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। মন্ত্রী মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি,
উপজেলাআওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকাল থেকেই নবীনদের বরনের মাধ্যম হিসেবে,উক্ত কলেজের বিভিন্ন শিক্ষার্থীগন কাব্যিক ভাষায় কবিতা প্রবন্ধ ইত্যাদি উপস্থাপন করেন।নবীনদের ফুলেল শুভেচছা জানিয়ে বরন করা হয়।
অতিথিবৃন্দ, নবীনদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য উপস্থাপন করেন।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র শিক্ষকদের বক্তব্যে কলেজটি সরকারী করনের বিষয়টি বেশি গুরুত্ব পায়।