উঠান বৈঠক করে যাচ্ছেন গাজীপুর ১আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ১৪ অক্টোবর বিকেল ৩ঘটিকায় কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ স্বতন্ত্র এবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এম পির উঠান বৈঠকের অংশ হিসেবে শ্রীফলতলী ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এর ভোটারদের সাথে মতবিনিময় সভা করেন।
সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সভাপতি মো: মিজানুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আকবর আলী, হারুন অর রশিদ,লোকমান চেয়ারম্যান, সাইজুদ্দিন সাজু,রফিকুল ইসলাম, আজিবুর চেয়ারম্যান, গোলাম মোস্তফা, মো:সোহেল রানা,মহিলানেত্রী আসমা বেগম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় মন্ত্রী উল্লেখ করেন,১০ বছর পূর্বে এই এলাকা যে অবস্থায় ছিল। তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। রাস্তাঘাট পাকা হয়েছে, বিদ্যালয়গুলোতে সু উচ্চ ভবন হয়েছে। কমিউনিটি ক্লিনিক হয়েছে। টিসিবি, ১৫টাকা কেজি চাউল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা,উপবৃত্তি সহ নানাবিধ সুবিধাভোগীর সংখ্যা অনেক বেড়েছে।যা আপনারা ভোগ করছেন।অনেকে পানির মটর, টাংকি সহ সুপেয় পানি পেয়েছেন বিনামুল্যে।
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় সরকার গঠনের সুযোগ দানের জন্য, সবার প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের আয়োজক ছিল শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগ এর নেত্রীবৃন্দ, বাস্তবায়ন করেন ওয়ার্ড ও গ্রাম কমিটির নেতৃবৃন্দ।