হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন হিজলা উপজেলা কমিটি গঠন
হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিজলা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। (১৪/১০/২০২৩) আজ সকাল ১০টায় কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
\ওস্তাজুল আসাতিজা এবং কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম সাহবের সভাপতিত্বে ও কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খান সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা রুহুল আমীন ইয়ামীন, সহসভাপতি হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বরিশাল জেলা ৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জেনারেল সেক্রেটারী হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বরিশাল জেলা, এবং জয়েন সেক্রেটারী হাফেজ ক্বারী ফয়জুল্লাহ হোসাঈন প্রমুখ ৷
এতে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন, উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে
সভাপতি, হা: আহমদ উল্লাহ, সহ-সভাপতি হা:জাফর আহমদ, হা:মামুর রশীদ, হা: মিজানুর রহমান, হা: মাওঃ নূর মোহাম্মদ,, সেক্রেটারী- হা: আল আমীন, সহ সেক্রেটারি হা: মাওঃ মুফতী বাকি বিল্লাহ, সংঠনিক সম্পাদক- হা: ইরাহীম, শিক্ষা বিষয়ক সম্পাদক : হাফেজ মাওলানা মুফতী এনামুল হাসান নাঈম, সহ সাংগঠনিক হা: রাকিব, প্রচার সম্পাদক হাফেজ মাহমুদ, সহ প্রচার সম্পাদক হা: ইয়াসিন, কোষাধ্যক্ষ হা: ওবায়দুল্লাহ, সহ কোষাধ্যক্ষ হা: আব্দুল মোত্তালিব ৷
এ সময় উপস্থিত ছিলেন : বাংলাদেশ মুজাহিদ কমিটি হিজলা উপজেলার সম্মানিত সদর হযরত মাওলানা আবুবকর ছিদ্দিক হামিদী, ফয়জুল উলূম রশিদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুস সাত্তার, বড়জালিয়া দারুল উলূম কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল মতিন,মুফতী হাবিবুল্লাহ এবং হিজলা উপজেলার সমস্ত কওমী মাদ্রাসার মোহতামীমগন সহ সহকারী শিক্ষকবৃন্দ ৷