চাঁদা না দেওয়ায় কৃষককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা জেলার দর্শনা
আকন্দবাড়িয়া মাঝপাড়ার কৃষক মোহাম্মদ জাহিদুল ইসলাম কে
কুপিয়ে যখন করেছে দর্শনা আকন্দবাড়িয়া নতুন পাড়ার মৃত তোফাজ্জল মাস্টারের ছেলে স্বপন।
জানা গেছে কৃষক জাহিদুল ইসলাম কেরুএন্ড কোম্পানি হইতে লিজ নিয়ে জমি চাষ করে আসছেন । সেই জমিতে খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ কাটিতে গেলে আকন্দবাড়িয়া নতুন পাড়ার স্বপন বাধা প্রদান করে ও চাঁদা দাবি করে, চাঁদা কেন দিব এই কথা কৃষক জাহিদুল জিজ্ঞেস করলে বাগবিতন্ডের সৃষ্টি হয় কৃষক জাহিদুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে স্বপন তার সাঙ্গোপাঙ্গো নিয়ে ধারানো অস্ত্র দ্বারা কৃষক জাহিদুল কে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে কৃষক জাহিদুল ইসলাম জানান আকন্দবাড়িয়া নতুন পাড়ার মৃত তোফাজ্জেল মাস্টারের ছেলে স্বপন উশৃংখল প্রকৃতির। সে গ্রামে আমাকে সহ আরো অনেকেরি লাঞ্ছিত ও মারধর করে আসছে, স্বপন তার গুন্ডাবাহিনী দ্বারা গ্রামে একক আধিপত্য বিস্তার করে চলেছে গ্রামের মানুষ তার ভয়ে কথা বলার সাহস পায় না।
আরো জানা গেছে, গত সাত দিনে ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ পাড়ার রমজান আলীর ছেলে রিপন হোসেন, আকন্দবাড়িয়া নতুন পাড়ার
সার দোকানদার শহিদুল হোসেন কেও কুপিয়ে জখম করে স্বপন ও তার সাঙ্গোপাঙ্গ বাহিনী।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিপ্লব কুমার জানান ঘটনা শুনেছি,ও তদন্ত করে দেখেছি অভিযুক্ত স্বপন খারাপ প্রকৃতির, আমরা তার ধরার জন্য চেষ্টা করছি।