খুলনার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম” প্রতিপাদ্য’র আলোকে খুলনার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় পাইকগাছা নতুন বাজার বনবিবির কার্যলয়ে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ বাদী সংগঠন বনবিবির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড: সফিকুল ইসলাম কচি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।
আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আঃ মজিদ সরদার, সেক্রেটারি এম জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, সদস্য মোঃ আজিজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন গৌতম ভদ্র, শাহীনুর রহমান, সপ্তদীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলী, তৃষা বিশ্বাস, পুষ্পিতা শীল,লিংজা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বক্তব্য বলেন, পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব ও ভূমিকা অপরিসীম, পাখি শিকার প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি আহবান জানান।