ধামরাইয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সমাজ সেবক আব্দুল লতিফের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Spread the love

ধামরাইয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সমাজ সেবক আব্দুল লতিফের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

 

প্রত্যেকটি মানুষই সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে বাঁচতে চায়। দেহ সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। দেহ ও মনের সঙ্গে গভীর সম্পর্ক। মনের স্বাভাবিক আনন্দ-ফূর্তি এবং সুস্থতা বজায় রাখার জন্য শরীর সুস্থ রাখা দরকার।

আবার সুস্থ ও সবল শরীর লাভের একমাত্র উপায় খেলাধূলা। সুস্থ সবল মানুষরাই সুন্দর ও সুখী সমাজ গড়ে তুলতে পারে। তাই সুস্থ ব্যক্তি জীবন সুস্থ পারিবারিক জীবন তথা সুস্থ সমাজ-জীবনের জন্য খেলাধূলা একান্ত প্রয়োজন।

এ চিন্তা ভাবনা নিয়েই ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে ৯টি ওয়ার্ডেই মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন গোয়ালদী গ্রামের কৃতি সন্তান ফজিলাতুন্নেছা স্মৃতি সংসদের সভাপতি ও ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য সমাজ সেবক আব্দুল লতিফ।

১৩ এপ্রিল ( শুক্রবার) বিকেলে সোমভাগ ইউনিয়নের চাপিল উদীয়মান নবীন সংঘের মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফজিলাতুন্নেছা স্মৃতি সংসদের সভাপতি ও ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য সমাজ সেবক আব্দুল লতিফ।

প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করেন সোমভাগ ইউনিয়নের ২ ও ৪ নং ওয়ার্ড। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ঢাকা পরিষদের সদস্য সানাউল হক সুজন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সোমভাগ ইউনিয়ন যুবলীগের সদস্য খলিলুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য শাহিনুর ইসলাম শাহীন।

দৈনিক কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আনিস উর রহমান স্বপন, মোহনা টিভির সাংবাদিক আব্দুল আহাদ বাবু, দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক নাঈম ইসলামসহ অন্যান্য সাংবাদিক। এছাড়াও চাপিল উদীয়মান নবীন সংঘের কর্মকর্তাগণ ও এলাকার ক্রীড়ামোদি সাধারণ মানুষ।

টুর্নামেন্টের আয়োজক ফজিলাতুন্নেছা স্মৃতি সংসদের সভাপতি ও ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য সমাজ সেবক আব্দুল লতিফ বলেন, বর্তমান সময়ে উঠতি বয়সের অধিকাংশ তরুণরা খেলাধূলা ছেড়ে দিয়ে মাদকসহ মোবাইলে গেইম খেলায় আসক্ত হয়ে পড়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি চাচ্ছি প্রতিটি এলাকার যুব সমাজ খেলাধুলায় সম্পৃক্ত হয়ে সুস্থ দেহ ও সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

আব্দুল লতিফ আরো বলেন, বিশেষ করে সোমভাগ ইউনিয়েনের প্রতিটি ওয়ার্ড থেকে সেরা খেলোয়ার বাছাই করে একটি শক্তিশালী ফুটবল টিম গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

অপরদিকে সোমভাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য জার্সিসহ ফুটবল ও অন্যান্য সামগ্রী ও দিয়েছেন সমাজ সেবক আব্দুল লতিফ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031