ত্রিশালে অতিবৃষ্টির এক সপ্তাহ পরে চারগুণ বেশি দামে বিক্রি হচ্ছে অবৈধ কারেন্টের জাল
গত শুক্রবার দিবাগত রাত অথাৎ ৬ ই অক্টোবর রাতে ময়মনসিংহ নগরী সহ সারাদেশে অতি বৃষ্টি হয়। বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় ময়মনসিংহ শহর সহ আশেপাশের এলাকা গুলো তলিয়ে যায় হাজার হাজার মৎস্য খামারি। লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় মৎস্য খামারি সহ আরও বেশকিছু ব্যবসা প্রকল্পের পর ময়মনসিংহের বুকে এমন পানি কেউ দেখে নি। তলিয়ে যায় সমস্থ রাস্তাঘাট।
উক্ত বৃষ্টির কারণে যেমন ক্ষতি হয়েছে ঠিক তেমনই ময়মনসিংহের বুকে জমে উঠেছে মৎস্য উৎসব অথাৎ মাছ ধরার ঈদ। এই উৎসবকে কেন্দ্র করে চারগুন দামে বাজারে বিক্রি হচ্ছে বরশি, জাল সহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম।
কারেন্টের জাল বিক্রি এবং সংরক্ষণ করা আইনগত দন্ডনিয় অপরাধ থাকা সত্বেও গত আট দিন ধরে বাজার মূল্যের চেয়ে চারগুণ বেশি দামে বিক্রি হয়ে চলেছে বরশি,জাল সহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম। একই সাথে কারেন্টের জাল, তৌরা জাল এর দাম আকাশ ছোয়া। প্রথমে এক দুইদিন ত্রিশাল থানা পুলিশ বাজার নজরে রাখার কারণে কোনো কোনো ব্যবসায়ী লুকিয়ে গোডাউনে আবার কোনো ব্যবসায়ী নিজ বাসাতে সংরক্ষণ করেন। প্রয়োজনে ক্রেতাদেরকে তাদের গোডাউন বা বাসাতে নিয়ে গিয়ে জাল বিক্রি করে আসে।
পরবর্তীতে এখন আস্তে আস্তে প্রকাশ্যে বসেছে ক্ষতিকারক কারেন্টের জালের বাজার। একদিকে প্রকাশ্যে জালের বাজার অপরদিকে চরা দাম। বার বার জাল বিক্রির হুশিয়ার নিষেধাজ্ঞা সঙ্কেত দিয়েও বন্ধ হচ্ছে না জালের বাজার।