
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
নুরুজ্জামান খোকন কাউখালী,পিরোজপুর।
পিরোজপুর কাউখালী উপজেলায় শুক্রবার পালিত হলো ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। সারা বাংলাদেশে প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজ শেষে মাওঃ জাহিদ হাসান এর নেতৃত্বে,কাউখালী বয়েজ স্কুল মাঠ থেকে শুরু করে দক্ষিণ বাজার ও উত্তর বাজার অতিক্রম করে বয়েজ স্কুল মাঠ সংলগ্ন রোডে গণমিছিল সফল করা হয়।
উক্ত গণমিছিলে বিভিন্ন মসজিদের ধর্মপ্রান মুসল্লি, বয়স্ক – যুবক সকলে উপস্থিত হয়ে শান্তি শৃঙ্খলার মধ্যদিয়ে সফল করে ফিলিস্তিনের সাধারণ জনগণ নারী ও শিশুদের উপর গুলি, বোমা হামলায় নিহতের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনির দাবিতে – ইসরাইলি প্রধানমন্ত্রীর সমলোচনা করা হয়। বক্তব্য রাখেন, মাওঃ ওমর ফারুক, মাওঃ রেজাউল করিম, মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ ইমরান ফরহাদ, এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সাধারণ সম্পাদক (জেপি) মোঃ মনজুরুল ইসলাম পায়েল, মোঃ আরাফাতুর রহমান শাওন। সর্ব শেষে ফিলিস্তিনে আহতদের সুস্থতা ও মৃত শহীদের প্রতি দোয়া কামনা করা হয়।