হিজলা উপজেলায় হালিমা খাতুন লিভার সমস্যা ও এসিলি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় ভুগছেন।
বরিশাল হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর পূর্বকান্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, রুম নং ২৬, মনির হোসেন ভূঁইয়ার মেয়ে হালিমা খাতুন (১৮) নামের এক মেয়ে ৯ বছর বয়স থেকে, লিভার সমস্যা ও এসিলি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর যন্ত্রণায় ভুগছেন।
ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসা করতে পারলে ভালো করা সম্ভব হতে পারে, কিন্তু নুন আনতে যাদের পান্তা ফুরায় তারা আবার কিভাবে উন্নত চিকিৎসা করবেন।
তাই সমাজের সহৃদয়বান অর্থশালী বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন এই অসহায় পরিবারটি।
সকলের আর্থিক সহযোগিতা পেলে হয়তো বা হালিমা খাতুন ফিরে পাবে তার সুস্থতার জীবন।
হালিমা খাতুন এর বাবার নাম্বার, বিকাশ 01766015072, নগদ, 01814480370
ভিউ: ১০১