বৈরী আবহাওয়া উপেক্ষা করে নৌকায় ভোট চাইলেন জননেতা হাশেম রেজা
Spread the love

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নৌকায় ভোট চাইলেন জননেতা হাশেম রেজা।

ছবি সংযুক্ত:

জিল্লুর রহমান মধু (২৫-০৮-২৩): অঝোর ধারায় বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে নৌকায় ভোট চাইলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহ ভাজন জননেতা হাশেম রেজা। গতকাল শুক্রবার সকাল থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা অবধি চুয়াডাঙ্গা -২ আসনের বিভিন্ন এলাকায় নৌকার প্রচার-প্রচারণা সহ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণের দ্বারে দ্বারে উপস্থিত হন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জননেতা হাশেম রেজা।
হাশেম রেজা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে অঝোর ধারায় বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার ধান্যঘরা, কুড়ুলগাছি,হরিসচন্দ্রপুর,বুইচিতলা,বড়বলদিয়া,ছোট বলদিয়া,ফুলবাড়ি,চাকুলিয়া , সদাবরি সহ বিভিন্ন গ্রামে নৌকার পক্ষে গণসংযোগ ও নৌকায় ভোট প্রার্থনা করেন। এসব এলাকার মানুষের হাতে নৌকা তুলে দিয়ে জননেতা হাশেম রেজা বলেন, এই নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকাকে যতবার জনগণ জয় লাভ করিয়েছে ততবার এদেশের ভাগ্যের উন্নয়ন হয়েছে। ভীষণ টোয়েন্টি-টোয়েন্টি, ওয়ান থেকে রূপকল্প ২০০৪১ সালের যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেই পরিকল্পনার অধিকাংশই সফল বাস্তবায়ন হয়েছে। আর যেটুকু বাকি আছে দ্বাদশ ও জাতীয় সংসদ নির্বাচন উত্তর পরিকল্পনা অনুযায়ী সেগুলো সম্পন্ন করা হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে পৃথিবীর উন্নত ও সমৃদ্ধ দেশগুলোও রোল মডেল হিসাবে উল্লেখ করেছেন। তাই উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে তিনি পুনঃপুন আহ্বান জানান। তিনি আরো বলেন, আমি আমার জন্য ভোট চাইতে আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে ভোট চাইতে এসেছি। আমাকে যদি নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় তাও আপনাদের পাশে থাকবো, নৌকায় মনোনয়ন না পেলেও আপনাদের পাশে থাকবো। আমি এই এলাকার সন্তান। আপনাদের সুখে-দুখে সব সময় আপনাদের পাশে থাকবো।

এ সময় জননেতা হাশেম রেজার সঙ্গে ছিলেনকুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ মোল্লা , আঃলীগ নেতা ফরিদুল ইসলাম, দাউদ,সিরাজ সেখ,আঃজলিল,আবু বকর,সাবেক শ্রমিক নেতা বাবর আলী, বাবু, সামসুল,হবি,ফকির মোহাম্মদ,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, আশরাফুল মেম্বার, আলফাজ উদ্দিন মন্টু, আলামিন, সাগর,কালু,পিন্টু, আজাদ আলী,ছাত্র লীগ নেতা রকি,সৌরভ, সুজন, রন্জু আলামিন,প্রমখ।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031