মানবিকতা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাঁচবিবি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামের হিন্দু পরিবার সোমবারুর কন্যার বিবাহ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিবাহের খরচ নির্বাহে সহযোগিতার অংশ হিসেবে অর্থনৈতিক সহায়তা প্রদান করেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম। সময় উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, নায়েবে আমীর আব্দুল হান্নানসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং জামায়াতে ইসলামীর মানবিক দায়িত্ব। সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সহায়তা পেয়ে উপকৃত পরিবারটি জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য নিদর্শন হিসেবে আখ্যায়িত করেন।এ ধরনের মানবিক কর্মকাণ্ড সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।










