মাগুরায় যুব উন্নয়ন প্রশিক্ষণের বিভিন্ন কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ১২.৩০ টার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করা হয়। মাগুরা জেলা যু বউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর মোঃ মাহবুবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণের সকল প্রশিক্ষনার্থী ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকরাই একটি জাতিকে বদলাতে পারে। তারা ২৪ এ আন্দোলন করে স্বৈরাচারকে হঠিয়েছে আগামীতে হঢ়া ভোট দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে ভূমিকা পালন করবে।










