তীব্র শীতে শিক্ষার পরিবেশ যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে জয়পুরহাটে শীতার্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা। গতকাল দুপুর ২টায় শহরের ইবরাহীম ম্যানশনে অবস্থিত জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম,অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোরশেদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রশিবির নিছক কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক ও কল্যাণমুখী ছাত্রসংগঠন। তীব্র শীতে সাধারণ শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এবং তাদের পড়াশোনার গতি স্বাভাবিক রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আগত শিক্ষার্থীরা। তারা এমন মানবিক উদ্যোগের জন্য ছাত্রশিবির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।










