চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৪ নম্বর বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো পরিবেশটি হয়ে ওঠে ভারী ও অনুভূতিপূর্ণ। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও ৪ নম্বর বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাবারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়াদি ইউনিয়ন নির্বাচন কমিটির সমন্বয়ক উজ্জ্বল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নতিডাঙ্গা গ্রামের সাবেক চেয়ারম্যান ও সমন্বয়ক মাসুদ পারভেজসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি তাবারুক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” বিশেষ অতিথি উজ্জ্বল হোসেন বলেন, আজকের এই দোয়া মাহফিল আমাদের জন্য শুধু শোকের নয়, বরং তার আদর্শ থেকে শিক্ষা নেওয়ার দিন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।” এ সময় সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, “বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাহস ও দৃঢ়তা নিয়ে। তার জন্য আজ এলাকার মানুষ হৃদয়ভরা দোয়া করছে।” অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।










