আলমডাঙ্গা পৌর এলাকার দর্শনীয় স্থান পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে সরেজমিন পরিদর্শনে পৌর প্রশাসক পান্না আক্তার
Spread the love


আলমডাঙ্গা পৌর এলাকার দর্শনীয় স্থানসমূহের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও সৌন্দর্য বর্ধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাবা পান্না আক্তার মহোদয়।
অদ্য শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে তিনি আলমডাঙ্গা পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত জি কে ক্যানেল ও রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে এলাকার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক বলেন, “পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ে তুলতে পৌরসভার পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আলমডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাব।”
তিনি আরও জানান, জি কে ক্যানেল ও রেলওয়ে স্টেশন এলাকাকে আরও নান্দনিক ও জনবান্ধব করতে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। অবৈধ দখল, ময়লা আবর্জনা ফেলা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয় সচেতন মহল পৌর প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে আলমডাঙ্গা পৌর এলাকার পরিবেশ ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31