জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে জীবননগরে ব্যবসায়ীদের সঙ্গে বিকেল ৪ টায় জীবননগর উপজেলায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা আমীর রুহুল আমীন। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদ্দুল্লাহ, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, থানা জামায়াতের নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন এবং জেলা হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমীন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, পেশাজীবী ও ব্যবসায়ী সমাজের সমন্বিত প্রচেষ্টাই পারে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।বিকেল পাঁচটায় জীবননগর উপজেলায় জামায়াতের কার্যালয়ে পেশাজীবী বিভাগের উদ্যোগে হোমিওপ্যাথি ও পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন ২৪শে গণ্য আন্দোলনের ছাত্র-জনতার যে দাবি নিয়ে এদেশের স্বৈরাচার মুক্ত করেছেন তার একটাই লক্ষ্য বাংলাদেশের ন্যায় ও ইনসাফের জন্য ।সেই লক্ষ্য কে বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ জামায়তে ইসলামী। ২ আসনের পোলিং এজেন্ট সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, অ্যাডভোকেট আসাদুল্লাহ, অধ্যাপক খলিলুর রহমান মাহফুজুর রহমান সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসাইন ফিরোজ সহ প্রমুখ। এছাড়া তিনি সকাল দশটায় লোকনাথপুর সৌদি রিসোর্টে বৈষ্ণবীবিরোধী ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেন।










