চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে মহেশপুর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী, ইউপি সদস্য আবু তারেক, বিএনপির সহ-সভাপতি সদু ইসলাম, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শাহিবুল ইসলাম, যুবদল নেতা মজিবুল ইসলাম, হাসমোত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন,
“মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন নেত্রী। দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ অনুসরণ করে এগিয়ে যাব।” তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর ত্যাগ ও নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে মজিরুল ইসলাম বিজু বলেন,
“মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও দেশপ্রেম আমাদের প্রেরণার উৎস। তাঁর দেখানো পথেই বিএনপি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে।” অনুষ্ঠানের শেষপর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ রিয়াদ আলী। এ সময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।










