চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৪ নম্বর বাড়াদি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে ইউনিয়নের একটি স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মতবিনিময় সভায় বাড়াদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে জনগণের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।










