আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন সংগীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারকুলা (আস্তানাপাড়া) এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পারকুলা (আবাসন প্রকল্প) এলাকার ইটের সলিং রাস্তার ওপর থেকে এক ব্যক্তিকে আটক করে। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০২ (একশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩৯ (উনচল্লিশ) পিচ Tapentadol Tablet উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো— গ্রাম: পারকুলা (আবাসন প্রকল্প), থানা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা; পিতা: মৃত আলী আকবার; নাম: মোঃ রফিকুল ইসলাম (৩৩)। উদ্ধারকৃত মাদকদ্রব্য রাত আনুমানিক ২৩টা ৩০ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল বলেন,
“মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।










