চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার জামজামি পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সঞ্জিত সাহার নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন বাজার পাঁচলিয়া গ্রামে জনৈক নায়েব আলীর বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।এ সময় পুরাতন বাজার পাঁচলিয়া গ্রাম, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গার—পিতা মোঃ জহুরুল হক, আসামি মোঃ আশাদুল হক (৪০),পিতা মোঃ আমির আলী, আসামি মোঃ মিল্টন আলী (৩২),পিতা [নাম উল্লিখিত নয়], আসামি মোঃ তুহিন মন্ডল (২৫)—এই তিনজনের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ইং ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক) অনুযায়ী আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।










