মানবিক ফাউন্ডেশন “প্রিয় শহর চুয়াডাঙ্গা”-এর উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন প্রান্তে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বড়বাজার সদর হাসপাতাল এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
এই মহৎ উদ্যোগে অংশ নেন মেহেরপুর জেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের তরুণী মোছা স্মৃতি খাতুন । তার সঙ্গে সহযোগিতা করেন বারাদী গ্রামের তরুণী মোছা জবা খাতুন ও ফয়সাল। তাঁদের সম্মিলিত উদ্যোগেই কম্বল বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মানবিক ফাউন্ডেশন “প্রিয় শহর চুয়াডাঙ্গা” গ্রুপের স্বেচ্ছাসেবী এডমিন ও মডারেটরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান পরিচালক যুবরাজ খান রিমনসহ সম্মানিত এডমিনগণ—জাহিদ হাসান, বোরহান, মুরসালিন ইব্রাহিম ও আলামিন আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন বাপ্পি ও ইউসুফ।
কম্বল বিতরণ শেষে মোছা স্মৃতি খাতুন বলেন, চুয়াডাঙ্গা শহরের কিছু কিছু এলাকায় মানসিক ভারসাম্যহীন মানুষ শীতের তীব্র কষ্টে দিন কাটান, যা তিনি নিজ চোখে দেখেছেন। পরিবারের সহযোগিতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি সত্যিই আনন্দিত বলে জানান।










