আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন জেহালা অঘরনাথপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে জেহালা অঘরনাথপাড়া গ্রামের মোঃ দারুস সালামের পুত্র খন্দকার মোঃ রুহুল কুদ্দুস জুবায়ের (২৭) কে তার বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করে আলমডাঙ্গা থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।










