প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে কল্যাণভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি ও মমতা, কল্যাণ ও সমতা—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি হয় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুর রহমান খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএডিপির চেয়ারম্যান মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সংঘের সাধারণ সম্পাদক এমদাদুল হক, রহিমা বেগম মেমোরিয়াল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবুল আসাদ এবং সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও দুস্থ নারীদের সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের চিত্র তুলে ধরেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সমাজসেবা অধিদপ্তরের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যক্রমের উপকারভোগী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কাজের গতিশীলতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।










