পঞ্চগড়ে তেতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে,আজ দেখা মিলেছে সূর্যের। শুক্রবার ২ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত পঞ্চগড় জেলা তেতুলিয়া ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজনকে উষ্ণতা পেতে রাস্তার বিভিন্ন জায়গায় কাগজ ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়।
রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মতো। সকালের দিকেও কুয়াশাচ্ছাদিত থাকে পথঘাট। ২/৩ দিন পরে আজ সকালে দেখা মিলছে সূর্যের। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো তেতুলিয়া জনপদ।
দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর আবারও শুরু হয় শীতের তীব্রতা। এ বিষয়ে শুক্রবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও, আজ তা বেড়ে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে তুষারপাত দেখা দিয়েছে। তবে অব্যাহত রয়েছে ঠান্ডা বাতাসের পরিমাণ।’










