কনকনে শীতের তীব্রতা এবং প্রচন্ড শৈতপ্রবাহকে উপেক্ষা করে রাতের অন্ধকারে নিয়মিত ভাবে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছুটে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্হাপন করেছেন মাগুরা জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেহেরুন্নাহার। শীতার্ত নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন-প্রশাসন চাইলেই মানুষের প্রকৃত বন্ধু হতে পারে। তার এই ব্যতিক্রমী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বলছেন, এমন মানবিক ও নির্ভীক অফিসারই আজকের দিনে খুব বেশি প্রয়োজন ছিল। এমন মানুষই পারে আমাদের দেশটাকে বদলে ফেলতে।। শীতবস্ত্র পেয়ে দরিদ্র পরিবারগুলোর আমাদেরকে জানান, বিগত বছরগুলোতে আমরা অনেকেই ঠিকমতো শীতবস্ত্র পাইনি। কিন্তু এবার প্রশাসনের সরাসরি সহযোগিতায় সময় মতো শীতবস্ত্র পেলাম। এতে তাদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই মাগুরা সদর উপজেলার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন এই উপজেলা নির্বাহী অফিসার। মাগুরার সাধারণ জনগণের প্রত্যাশা- এভাবেই মানবিকতার জয় হোক, প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক। তারা আরো বলছেন এই অফিসারের দেখাদেখি যদি অন্যরা কাজ করে তবে দেশে শান্তি ফিরে আসতে খুব বেশী দেরি হবেনা।










