৩০ ডিসেম্বর (মঙ্গলবার):বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে দলের গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা সভাপতি ও ঢাকা–১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।শোক বইতে স্বাক্ষরকালে জামায়াত নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানান।শোক বইতে স্বাক্ষর প্রদান শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।










