বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে আলমডাঙ্গা বিএনপি পরিবার। এ উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া মরহুমার রূহের মাগফিরাত কামনায় কোরআন খতমসহ নানা ধর্মীয় ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ দিনব্যাপী এই শোক কর্মসূচি পালিত হবে বলে জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার প্রয়াণে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। শোক কর্মসূচিতে আলমডাঙ্গা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ভিউ: ১৩৯










