বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে পিরোজপুর ০১(১২৭)আসনে অধ্যক্ষ আলমগীর হোসেন কে মনোনয়ন প্রদান করায়, পিরোজপুর সদর ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ডিসেম্বর(শনিবার) উক্ত আনন্দ মিছিলটি কদমতলার গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে, একটি পথসভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন – ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মো:হারুন সেখ,সহ-সভাপতি আব্দুর রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন খান, সাংগঠনিক সম্পাদক মো: জালাল শেখ প্রমুখ।
এছাড়াও ২ নং কদমতলা ইউনিয়ন বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। বক্তারা আবেগ ও আনন্দে ব্যক্তকণ্ঠে বলেন দীর্ঘ ২৮ বছর পরে আমরা দলীয় প্রার্থী পেয়েছি, যেকোনো মূল্যে আমরা পিরোজপুর ১আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে এই আসন উপহার দেবো। পিরোজপুরের ধানের শীষের ধারক ও বাহক একমাত্র অধ্যক্ষ আলমগীর হোসেন ব্যতীত অন্য কারো পক্ষে, জেলার উন্নয়ন সম্ভব নয়।










