মাগুরায় ভোক্তা অধিকার বিরোধী অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত
বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেসার্স মুসলিম সুইটস নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ, স্বাস্থ্যবিধি না মানা, খাদ্যে পোকামাকড় ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. আমিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।










