ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও আসন্ন নির্বাচন বানচাল করতে বিএনপি নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জেলা বিএনপির সাবেক নেতা শহীদ রফিকুল ইসলাম ফারুকের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ষড়যন্ত্রের নেপথ্যে যারা
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “যারা দেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ষড়যন্ত্রকারীরা চায় না দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী ভারতে বসে দেশবিরোধী নীল নকশা বাস্তবায়ন করছেন।
তারেক রহমানের প্রত্যাবর্তন ও আগামীর প্রত্যাশা
নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে টুকু বলেন, বিএনপি বিশ্বাস করে সঠিক সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন।” তার ফেরা উপলক্ষে সারা দেশে আনন্দের জোয়ার বইবে এবং জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপি জনগণের সরকার গঠন করবে বলে তিনি মন্তব্য করেন।
দোয়া মাহফিল ও স্মরণ সভা
শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন:
- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
- সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রফিকুল ইসলাম ফারুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীয়তাবাদী শক্তির ওপর যেকোনো হামলা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।










