ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান বিন হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে এক আবেগঘন বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় অনুষ্ঠিত এই প্রার্থনা অনুষ্ঠানে কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন চিত্ত বিশ্বাস, ভোলানাথ রাজবংশী, স্বপন সাহা, তাপস চক্রবর্তী, অমল বিশ্বাস, তুষার পণ্ডিতসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরের পুরোহিত মিহির ভট্টাচার্য মধু। তিনি বলেন, পরলোকগত মানুষের আত্মার শান্তি কামনায় প্রার্থনা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানবিক দায়িত্ব, সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধের এক গভীর প্রকাশ। প্রার্থনা অনুষ্ঠানে মরহুম শরিফ ওসমান বিন হাদির বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, শক্তি ও মানসিক স্থিতি প্রার্থনা করা হয়। উপস্থিত সবাই নীরবতায় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মরহুমের প্রতি গভীর শোক ও সম্মান প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।










