গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ের (ক্যারেজ এন্ড ওয়াগন) ডিপোর ফিটার গ্রেড-২য় এর এক কর্মচারী কে বেআইনি ভাবে চাকুরীচ্যুত করে অপুরনীয় ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদরের বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের বাদশামিয়ার ছেলে ভুক্তভোগী সাদ্দাম হোসেন। তিনি জানান তার নামে ২০১৭ সালে একটি পারিবারিক ফৌজদারি মামলা হয়। আদালত কর্তৃক চাকুরীচ্যুত নির্দেশ না থাকা সত্বেও ২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার করে তাকে চাকরি থেকে অপসারন করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে মামলায় খালাস পেয়ে চাকরি পুর্ণবহালের আদেশ কপি কর্মস্থলে জমা দিলে যাচাই বাচাই শেষে লালমনিরহাটে রেলওয়ে বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডি.আর. এম তাকে ২০১৮ সালে যোগদানের আদেশ দেন। তারপর রেলওয়ের বোনারপাড়া ক্যারেজ ডিপোতে আদেশটি জমা দিলে ১৪ মাস ঝুলিয়ে রাখা হয়। শেষে দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম ফিটার ও অতিরিক্ত দায়িত্বে থাকা টি. এক্স. আর রায়হানুল সেই পুর্ন বহালের দাপ্তরিক আদেশ না মেনে নতুন করে ১০ অক্টোবর ২০২৪ সালে পুর্নবহাল সহ যোগদান দেখাতে চায়। যা দাপ্তরিক আদেশ অমান্যর সামিল। সংবাদ সম্মেলন তিনি আরো বলেন, গত ২০১৮ সালের পুর্ণবহালের আদেশটি মেনে নেওয়া সহ বেআইনি ভাবে চাকুরীচ্যুত করে অপুরনীয় ক্ষতির করার কারনে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে রেলউপদেষ্টা ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।










