ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ কামাল উদ্দিনকে যুগ্ন আহ্বায়ক এবং জুয়েল রানাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কাজী আল আমীনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। য়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সাইনিং ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দিতে ব্যর্থ হলে এই আহ্বায়ক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এছাড়াও অনুমোদনের ৬০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে প্রতিনিধি সভার মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পৌর বিএনপি কার্যালয়ে বসে কোনো ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি অনুমোদন করা যাবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল ওয়ার্ড কমিটির তালিকা জেলা কমিটির কাছে জমা দিতে হবে। ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে কোনো ধরনের মতবিরোধ বা জটিলতা সৃষ্টি হলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং সে ক্ষেত্রে পৌর কমিটির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। স্থানীয় নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সময়োপযোগী ও সাংগঠনিকভাবে শক্তিশালী এই কমিটি গঠন করা হয়েছে, যা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।










