আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩:৪৫ মিনিটে উপজেলার নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার রাণীপুকুর নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি হলেন, রাণীপুকুর মোড়ের চা দোকানী ও পাশের শিকারপুর গ্রামের মৃত মোজাফ্ফর রহমান মন্ডলের ছেলে জিল্লুর রহমান মন্ডল (৪৯)। অপরদিকে, আহত ৪ জনের মধ্যে এক জন হলেন, শিকারপুর গ্রামের মৃত তাছের এর ছেলে মতিউর রহমান (৩৫) এবং আহত নারী ও শিশুসহ ৩ জনের নাম-পরিচয় সংবাদ সংগ্রহকালে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় পাশের চৌমাশিয়া নওহাটা মোড় বাজারে যাওয়ার জন্য জিল্লুর রহমান ও মতিউর রহমান রাণীপুকুর মোড় নিচ বাজার থেকে একই মোটরসাইকেল যোগে রওনাদিয়ে সড়কের উপর কিছু দূরে যাওয়ার পর নওগাঁ থেকে রাজশাহী অভিমুখি অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা ছুটে এসে দুটি মোটরসাইকেলে থাকা নারী ও শিশুসহ মোট ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান। নওগাঁ সদরের হাঁপানিয়া মোড়ে পৌছালে জিল্লুর রহমান মৃত্যু হয়। স্থানীয়রা ধারনা করছেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় নওহাটা ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম প্রতিবেদককে জানান, আইনি পক্রিয়া চলমান রয়েছে পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন নারী ও শিশুসহ ৩ জনের নাম- পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।










