মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি, যেখানে রাষ্ট্রীয় মর্যাদা, সামরিক কুচকাওয়াজ ও আকাশে চোখধাঁধানো প্রদর্শনী থাকবে আন্তর্জাতিক মানের। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া প্রদর্শন করবে। এ সময় থাকবে বিজয় দিবসের বিশেষ সামরিক ব্যান্ড-শো, যা দর্শকদের উৎসবমুখর পরিবেশে মাতিয়ে তুলবে। এরই ধারাবাহিকতায় সকাল ১১টা ৪০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ— “টিম বাংলাদেশ”–এর ৫৪ জন প্যারাট্রুপারের স্কাইডাইভিং শো। স্বাধীনতার ৫৪ বছর উদ্যাপন করতে পতাকা হাতে তারা আকাশ থেকে প্যারাশুটে অবতরণ করবেন, যা বাংলাদেশের অর্জন ও গৌরবের প্রতীক হিসেবে প্রদর্শিত হবে। গতকাল বুধবার অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী,
এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি—সঙ্গে উপস্থিত ছিলেন আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন।










