১৬ ডিসেম্বর বাঙালি জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ্য শহীদের তাজা রক্ত আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল সবুজের পতাকা। বিজয়ের মাস উপলক্ষে ৮ ডিসেম্বর বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে সমাপ্তি ঘটে। এ সময় সকল শহীদদের স্মরণে সবাই একসাথে ১ মিনিট নীরবতা পালন করেন।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন – জনাব ফিহাদুর রহমান দিবস- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। জনাব খাদেমুল ইসলাম খুদি- আহবায়ক, নবগঠিত জেলা আহ্বায়ক কমিটি। জনাব রাশেদুল ইসলাম জুয়েল- সিনিয়র যুগ্ন আহ্বায়ক,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা। ইঞ্জিনিয়ার জনাব রায়হান মিয়া রাজু- সিনিয়র যুগ্ন সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা। জনাব সহীহ আহমেদ ছোটন- সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা। জনাব কাজল রেখা পিংকি মনি- জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।










