
পীরগঞ্জ–রাণীশংকৈল। ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে বহুদিন ধরে একটি কঠিন বাস্তবতা উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও, বদলে যাওয়া প্রজন্মের স্বপ্নকে ধারণ করতে পারে এমন নেতৃত্বের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে উঠে এসেছেন মোঃ মাহিনুর আলম (রন মাহিনুর) একজন জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কারপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা, সমাজসেবক এবং এনসিপির সম্ভাবনাময় মনোনয়ন প্রত্যাশী। রন মাহিনুরের গল্পটি প্রচলিত রাজনীতিকদের পথ থেকে আলাদা। দশকেরও বেশি সময় দেশের শীর্ষ আইটি ও দক্ষতাভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করে সি-লেভেল এক্সিকিউটিভ পর্যন্ত ওঠা শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, পীরগঞ্জের তরুণদের জন্য এক নতুন মানদণ্ড। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঠাকুরগাঁও জেলার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দেখেছেন তরুণদের বেকারত্ব, আইসিটি সুযোগের অভাব, প্রশিক্ষণহীনতা, এবং প্রযুক্তির বিপ্লব থেকে পিছিয়ে পড়া বাস্তবতা। তাই তার প্রথম অঙ্গীকার পীরগঞ্জে আধুনিক আইসিটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে স্থানীয় তরুণরা ঢাকায় না গিয়েও দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ পায়। রন মাহিনুর বলেন,
“আমি শাসক হতে আসিনি, সেবক হতে চাই। দলমত নয়—মানুষের জীবন পরিবর্তনই আমার রাজনীতি।” পীরগঞ্জ–রাণীশংকৈলের ভোটারদের প্রতি তার শেষ বার্তাটি খুবই সরল কিন্তু শক্তিশালী, “আমাকে সুযোগ দিন পাশে থাকার। আপনাদের স্বপ্নে আমার শ্রম, আমার অর্জন, আমার অভিজ্ঞতা আরও বড় হয়ে উঠবে।”










