
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকার ক্যানালপাড়ায় অবস্থিত ‘ভাই–বোন বেকারি’-তে মিক্সার মেশিনে জড়িয়ে সোহান আলী (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চাপড়াকাছারী গ্রামের চেয়ারম্যানপাড়ার মিনারুল ইসলামের ছেলে। দেড় মাস আগে বেকারি চালুর পর থেকেই সোহান সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিল। বেকারির মালিক নাসির উদ্দিন বলেন, “দুপুরে সোহান ময়দার খামার তৈরির জন্য মিক্সার মেশিনে কাজ করছিল। হঠাৎ অসাবধানতাবশত তার হাত মেশিনে আটকে যায় এবং মুহূর্তের মধ্যে ভেতরে জড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে অন্য শ্রমিকরা ছুটে এলেও তখনই সে মারা যায়।” ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, “প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, মিক্সার মেশিনে আটকে পড়ে সোহানের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।” মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










