
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম বদলি হওয়ার প্রাক্কালে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বিদায়ী বার্তা রেখে গেছেন। ভালোবাসা, শোক, স্মৃতি ও কৃতজ্ঞতায় ভরা সেই বার্তায় তিনি আলমডাঙ্গাবাসীর প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করেন। বার্তায় তিনি লেখেন—
কিছুদিন আগেও প্রকৃতিতে ছিল শরতের স্নিগ্ধতা, মাথার উপর ছিল নীল আকাশের অপার বিস্তার। আর এখন শীতের কৃচ্ছতা চারপাশে নেমে এসেছে পাতা ঝরার মতো নীরব কান্না নিয়ে। এই প্রকৃতির রূপান্তরের মাঝেই তিনি লিখেছেন নিজের বিদায়ের কষ্ট— “বিদায় বেহাগের সকরুণ রাগিনীতে প্রকৃতি আচ্ছন্ন। প্রিয় আলমডাঙ্গার মাটি থেকে আমার বিদায় মুহূর্তে হৃদয় আকাশ কালো মেঘে ঢেকে গেছে।” নিজের চাকরি জীবনের স্বাভাবিক বদলি প্রসঙ্গে তিনি জানান, তবুও এই বিদায় তাকে ব্যথিত করেছে। যোগদানের দিনগুলো স্মরণ করে তিনি বলেন— এক বছর দুই মাস আগে বিপর্যস্ত পুলিশ প্রশাসনের কঠিন সময়ে তিনি আলমডাঙ্গায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন দেশজুড়ে ৫ আগস্ট পরবর্তী পটপরিবর্তনের অভিঘাতে পুলিশ বাহিনী ছিল চরম মানসিক চাপে। সেই কঠিন সময়ে আলমডাঙ্গার কিছু ইতিবাচক মানুষের সহযোগিতায় তিনি আবারও পুলিশিংকে দাঁড় করানোর চেষ্টা করেন। তার কথায়— “আপনাদের ভালোবাসা আর সাহস আমাকে শক্ত করেছে। চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। আলমডাঙ্গাবাসীর ভালোবাসার দাক্ষিণ্যে পেয়েছি পিপিএম পদক, খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ অফিসারের স্বীকৃতি।” বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত ওসি মাসুদুর রহমান রবীন্দ্রনাথের পঙ্ক্তি উদ্ধৃত করে লেখেন— “মোর নাম এই বলে খ্যাত হোক— আমি তোমাদেরই লোক।” শেষবারের মতো তিনি আলমডাঙ্গাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন— তার ভাষায়— “আমার জন্য, পরিবারের জন্য দোয়া করবেন। যেন ধর্ম-কর্মে আরও বিশুদ্ধ হয়ে দায়িত্ব পালনে আরও নিবেদিত হতে পারি। শারীরিকভাবে হয়তো থাকব না, কিন্তু হৃদয়ের গভীরে আলমডাঙ্গা চিরদিন থাকবে।” অবশেষে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পঙ্ক্তি উদ্ধৃত করে তিনি লিখেন— “চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে।” সবশেষে আলমডাঙ্গাকে উদ্দেশ্য করে তিনি বলেন— “ভালো থেকো প্রিয় আলমডাঙ্গা… আবার দেখা হবে কোনো এক নতুন সকালের অমিতাভ আলোয়।”










