ভোলায় নতুন ডিসি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, জনকল্যাণকে মূল লক্ষ্য ঘোষণা
Spread the love

ভোলা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান দায়িত্বগ্রহণের পরদিনই জেলার সাংবাদিকদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও গণমাধ্যম—দুটি গুরুত্বপূর্ণ শক্তির মধ্যে ইতিবাচক সম্পর্ক জোরদার করার মতো পরিবেশ তৈরি হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সভাটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যময়। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক জেলা বাস্তবতা ও করণীয় নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সিনিয়র সাংবাদিক আলহাজ্ব শওকাত হোসেন, এমএ বারী, নজরুল হক অনু, মোকাম্মেল হক, উমর ফারুক, মো. মাকসুদুর রহমান, ইউনুস শরীফ, জহিরুল হক, আল-আমিন শাহরিয়ার, শাহাদাত শাহীন, সাগর চৌধুরী, আব্দুস শহিদ তালুকদার, শিমুল চৌধুরী, এইচএম জাকির, মিজানুর রহমান, রিয়াজ রবীব খানসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নতুন জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন— “ভোলা আমার কাছে শুধু দায়িত্ব নয়, এটি মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্র। আমি এমন একটি মানবিক ও স্বচ্ছ প্রশাসন গড়তে চাই, যেখানে মানুষ সেবা পাবে সহজে ও সম্মানের সঙ্গে।” তিনি আরও বলেন— “জেলার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো এবং আইনশৃঙ্খলা উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দেবো।” সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন— “আপনারা জেলার উন্নয়নযাত্রার সহযোদ্ধা। সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য তুলে ধরলে আমরা সমন্বিতভাবে কাজ করতে পারব। উন্নয়ন হলো সম্মিলিত প্রয়াসের ফল।” মতবিনিময়ের শেষে ডা. শামীম রহমান জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন— “একসঙ্গে কাজ করলে ভোলাকে বদলে দেওয়া সম্ভব।” সভায় অংশ নেওয়া সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন জেলা প্রশাসকের মানবিকতা, দূরদৃষ্টি ও কর্মদক্ষতা ভোলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31