
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির দুই বছর (২০২৫-২৭) মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং কার্যনির্বাহী সদস্য পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এবারের নির্বাচনে মোট ১ হাজার ৪৫৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৭৫ জন ভোটার। এতে মোট ভোট পোল হয়েছে ৬০ শতাংশ। ৫টি কেন্দ্রে বেলোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। ভোটের দিনে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ফলে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া সুন্দর পরিবেশে সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে সাতটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। নির্বাচনী ফলাফল সূত্রে জানা গেছে— চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির দুই বছর (২০২৫-২৭) মেয়াদী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রফিক-মিন্টু প্যানেলের রফিকুল ইসলাম পঁচা। তিনি পেয়েছেন ৪৫৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. সোহরাব-ছটি প্যানেলের অ্যাড. সোহরাব হোসেন পেয়েছেন ৩৯৪ ভোট। সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন হামিদুর-মনি প্যানেলের মো. হামিদুর রহমান। তিনি পেয়েছেন ৪৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. সোহরাব-ছটি প্যানেলের হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি পেয়েছেন ৩৬৭ ভোট।










