৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ ও মিছিল”
Spread the love

ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বাদ জুমা রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।সভাপতির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে।”প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমীর জনাব আব্দুল করিম। তিনি বলেন, “৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুনভাবে চিন্তা করছে এবং এখন সবাই জামায়াতকে চায়। দেশের মানুষের কল্যাণে জামায়াত কাজ করায় জনগণ আমাদের ক্ষমতায় দেখতে চায়।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, গৌরীপুর উপজেলা আমীর ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী মাওলানা বদরুজ্জামান, এবং ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ।সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে ব্রিজ মোড় হয়ে চরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31