চুয়াডাঙ্গায় বিএনপি ছেড়ে ৫৪ জনের জামায়াতে যোগদান দূর্নীতিমুক্ত পরিবর্তনের প্রত্যয়
Spread the love

‎চুয়াডাঙ্গায় বিএনপি’র সাবেক ওয়ার্ড সেক্রেটারিসহ ৫৪ জনের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান
‎জনগণের বাংলাদেশ তখনই গড়ে উঠবে, যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সৎ, নৈতিক ও আল্লাহভীরু নেতৃত্বের হাতে থাকবে- এডভোকেট রাসেল : ‎চুয়াডাঙ্গায় বিএনপি’র সাবেক ওয়ার্ড সেক্রেটারিসহ মোট ৫৪ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার রাত ৭:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক যোগদান ও ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে তারা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-০১ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ‎সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন। নবযোগদানকারীরা একবাক্যে বলেন—দেশে আমরা পরিবর্তন ও কল্যাণ চাই, তাই জামায়াতে ইসলামীকে আদর্শিক ভরসার ঠিকানা হিসেবে বেছে নিয়েছি। ‎প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল জানিয়ে বলেন জনগণের বাংলাদেশ তখনই গড়ে উঠবে, যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সৎ, নৈতিক ও আল্লাহভীরু নেতৃত্বের হাতে থাকবে। আমরা সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোন ধরনের বৈষম্য থাকবে না। কোন ধরনের দুর্নীতি থাকবে না। ‎রাষ্ট্রের উন্নয়নে জনগণের কষ্টার্জিত টাকার প্রতিটি পয়সা অত্যন্ত মূল্যবান। রাস্তা-ঘাটের বরাদ্দ সঠিকভাবে ব্যবহার হলে বাংলাদেশের এক ইঞ্চি রাস্তাও খারাপ থাকবে না। দুর্নীতি, অপচয় ও স্বার্থপরতার কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হয়। আমরা অঙ্গীকার করছি—আমরা নিজেরা দূর্নীতির সাথে জড়াবোনা এবং দেশের কোথাও দূর্নীতি রাখবো না।তাই জামায়াতে ইসলামীর মত দূর্নীতি মুক্ত দলের হাতে ক্ষমতা আসলে পরিপূর্ণভাবে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।” ‎মাদকমুক্ত সমাজ গঠনের প্রসঙ্গে তিনি বলেন ‎“ যারা নিজের জীবন থেকে মাদককে দূরে রাখতে পারে না, তারা সমাজকে মাদকমুক্ত করতে পারে কীভাবে? বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মী মাদকের সাথে জড়িত নয়। তাই মাদক মুক্ত সমাজ গড়া একমাত্র জামায়াতে ইসলামীর মাধ্যমেই সম্ভব। ‎শিক্ষিত পরিবার, বিশেষ করে শিক্ষিত নারী সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়; পরিবার শিক্ষিত হলে সমাজ উন্নত হয়; আর সমাজ উন্নত হলে জাতি এগিয়ে যায়। তাই নারীদের শিক্ষায় এগিয়ে নেওয়ার বিকল্প নেই।”‎যুবসমাজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন ‎“যুবকরাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবজ। দেশের সংকট-মুহূর্তে এই যুবকরাই পারে নতুন দিশা দিতে। বয়স্কদের দোয়া ও ভালোবাসা, এবং যুবকদের শক্তি ও আদর্শ নিয়ে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে চাই—ইনশাআল্লাহ।” ‎অবশেষে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎চুয়াডাঙ্গা উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মোঃ শাহেনুজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম; ‎চুয়াডাঙ্গা পৌর আমীর এডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোঃ মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি মোঃ ইমরান হোসেন;
‎আলুকদিয়া ইউনিয়ন আমীর আব্দুল মোমিন, সেক্রেটারি মোঃ মতিয়ার রহমান, প্রচার মোঃ জাকির হোসেন, তারবিয়াত সেক্রেটারি শাকিল হোসেন নয়ন, অর্থ সম্পাদক মোঃ মাহবুব হোসেন, যুব সভাপতি মোঃ আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শতশত মানুষ। অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দমুখর পরিবেশ, কৃতজ্ঞতা, এবং ইসলামভিত্তিক ন্যায়-সুশাসন প্রতিষ্ঠার নতুন অঙ্গীকার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31