
মোঃ ইলিয়াছ খান : রাতের আঁধারে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এক মিনিটের মধ্যেই তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েন দুটি পরিবার। সেই হৃদয়বিদারক দৃশ্য প্রত্যক্ষ করতে এবং বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থলে ছুটে গেলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের ছোট পাটকান্দি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত নুর ইসলাম ও নুরুজ্জামান এর বাড়ি সরজমিনে পরিদর্শন করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঘরের ভিতরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় আসবাবপত্র, হারিয়ে অসহায় হয়ে পড়েন পরিবারগুলো।ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে ইউএনও দবির উদ্দিন বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদেরও তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে চার বান্ডেল ঢেউটিন, নগদ ১০ হাজার টাকা, চারটি কম্বল ও ৪০ কেজি চাল তুলে দেন।অগ্নিকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, শীতের সময় কয়েল ব্যবহারের বাড়তি সতর্কতা না নিলে এমন দুর্ঘটনা আবারো ঘটতে পারে।
পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।










