প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান
Spread the love

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কদমতলী হযরত দরিয়া শাহ (রহ,) মাজার জামে মসজিদ সিলেট এর সাবেক ইমাম ও খতীব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, রবিবার এক বিবৃতিতে উল্লেখ করেন, দেশের লাখ লাখ শিশুদের প্রাথমিক জ্ঞান প্রদান করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে দেশের শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। অতএব, সরকারের দায়িত্ব হচ্ছে তাদের দাবিগুলো চিন্তাশীল ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে দ্রুত সমাধানের দিকে নিয়ে আসা।
দুধরচকী বলেন, আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের প্রতি এমন আচরণ সত্যিই দুঃখজনক। যে শিক্ষক জাতির ভবিষ্যৎ গড়ার কাজ করেন, তাদের সাথে সংলাপ ও আলোচনা না করে বলপ্রয়োগ কেবল পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। দেশের শিক্ষা-পরিবেশ এমন অস্থিরতায় পড়ে গেলে তা কারোর জন্যই মঙ্গলজনক নয়।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরো জানান, বার্ষিক পরীক্ষা সামনে—এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী কর্মবিরতি কিংবা অচলাবস্থা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই সরকারের পাশাপাশি শিক্ষক সমাজেরও দায়িত্বশীলভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা জরুরি। সরকারের নিকটে দ্রুত উদ্যোগ নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার প্রত্যাশা করি—এটাই জাতির আকাঙ্খা।
দুধরচকী আরও বলেন, আমি আশা করি সরকার অহমিকা ও কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিনদফা দাবি ন্যায় ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করবে এবং সমঝোতার মাধ্যমে আন্দোলনকে সমাপ্ত করে শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31