গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৬০তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন
Spread the love

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে গোমস্তাপুর শাখার উদ্যোগে নোভা ডায়াগনস্টিক সেন্টার সিএন্ডবি রোড, কাজিহাটা রাজশাহীর সহযোগিতায় ৬০ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ) সকাল থেকে সারা দিনব্যাপী বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি আখতারুজ্জামান শিহাব, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সোহেল রানা, মিঠুন কুমার (সাধারণ সম্পাদক নাচোল উপজেলা শাখা), আসাদুজ্জামান আসাদ (সভাপতি গোমস্তাপুর উপজেলা শাখা), আসাদুজ্জামান প্রাণ (সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), আব্দুল মালেক (সাংগঠনিক সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), বদিউর রহমান (ডোনার সম্পাদক) আনোয়ার হোসেন (ক্যাম্পিং বিষয়ক সম্পাদক) অসিম আকরাম ও আলামীন । রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন সংগঠনটি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।এ পর্যন্ত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ৫,৩০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে, ২৯টি অসহায় রোগীদের রক্তের ব্যাগ দিয়েছে, ৫৭টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এবং ৫টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে, ২,০০০টি বৃক্ষরোপণ করেছে, ১,০০০ শীতবস্ত্র বিতরণ করেছে, ৭টি বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন করেছে, ২,০০০ প্লাস ইফতার প্যাকেট ১১টি স্থানে বিতরণ করেছে, ৫টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে, ৫টি পরিচ্ছন্ন ইভেন্ট পরিচালনা করেছে এবং ৩০ জন ডোনারের যাতায়াত খরচ বহন করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31