
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে শনিবার (৮ নভেম্বর) গভীর রাত থেকে পুলিশি মহড়া পরিচালনা করা হয়েছে। এই মহড়ার নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে থানার একদল পুলিশ সদস্য।
মহড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোর গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওসি মাসুদুর রহমান পিপিএম জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়া পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ও মহড়া চলমান থাকবে।” স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশের এ উদ্যোগে তারা আরও নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করছেন।
ভিউ: ২১৭










