
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়া গ্রামবাসীর উদ্যোগে এক ঐক্যবদ্ধ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় দক্ষিণপাড়া গ্রামে অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক বিভেদ ও গ্রুপিং ভুলে একতাবদ্ধভাবে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করার শপথ নেন এলাকাবাসী। সভায় সভাপতিত্ব করেন কালিদাসপুর দক্ষিণপাড়ার বিশিষ্ট মুরব্বি হাজী মো. মুনছুর আলী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন—“কালিদাসপুর ইউনিয়ন বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। প্রয়াত বিএনপি নেতা এমদাদুল হক ডাবু সাহেবের নেতৃত্বে এ অঞ্চলের মানুষ বারবার গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। এবারও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো, ইনশাআল্লাহ।” সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “আজকের এই ঐক্যবদ্ধ সভা প্রমাণ করে—কালিদাসপুরের জনগণ এখনও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। ধানের শীষ মানে শুধু একটি প্রতীক নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। আপনারা যদি একতাবদ্ধ থাকেন, তবে এই ইউনিয়নে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।” সভায় উপস্থিত বক্তারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা শুধু একটি রাজনৈতিক দায়িত্ব নয়, এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। তারা বলেন, প্রয়াত এমদাদুল হক ডাবু ছিলেন এই ইউনিয়নের গর্ব, তাঁর রেখে যাওয়া আদর্শ ও সংগঠন আজও সক্রিয়। বক্তারা একবাক্যে ঘোষণা দেন, “ভেদাভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি—ধানের শীষই আমাদের পথ।” সভাটি সঞ্চালনা করেন তরুণ ছাত্র সংগঠক ও সমাজকর্মী আবির আনম। এতে আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা রোহান হক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন পারভেজ, যুবদলের সদস্য মেহেদী হাসান সজিব, যুব সমাজের প্রতিনিধি শফিউল ইসলাম জনি ও শফিউর রহমান সুমন, মহিলা দলের নেত্রী রুশিয়া খাতুন ও তানিয়া খাতুন, শহীদ জিয়া স্মৃতি সংঘের আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন লিয়ন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিদুজ্জামান রোহিত, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারফত আলী, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন আলা প্রমুখ।সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে প্রত্যেক কর্মীকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, গ্রামে গ্রামে গণসংযোগ ও ভোটারদের সচেতন করার আহ্বান জানান তারা।এসময় ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং নারী ভোটারদের সংগঠিত করার লক্ষ্যে একটি ৩৩ সদস্য বিশিষ্ট মহিলা ইউনিট গঠন করা হয়। এতে মিসেস শাহানা হক সভাপতি ও তানিয়া আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।সভা শেষে সভাপতি হাজী মো. মুনছুর আলী সমাপনী বক্তব্যে বলেন, “আমরা কেউ বিভক্ত নই, আমরা এক পরিবার—বিএনপির পরিবার। আমাদের লক্ষ্য একটাই, আলমডাঙ্গার মাটিতে ধানের শীষের বিজয়। এই ঐক্যের শক্তিতেই আমরা বিজয় ছিনিয়ে আনবো।”এ সময় উপস্থিত জনগণ ধানের শীষের প্রতীক উঁচিয়ে ধরে জয়ধ্বনি করেন—
“ধানের শীষের জয় হোক, গণতন্ত্রের মুক্তি হোক!”










